গুগল ডুডলে পহেলা বৈশাখ

  • টেক ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

গুগল ডুডলে পহেলা বৈশাখ, ছবি: সংগৃহীত

গুগল ডুডলে পহেলা বৈশাখ, ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলেক্ষ্যে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। ডুডলটিতে ফুটিয়ে তোলা হয়েছে মঙ্গল শোভাযাত্রার চিত্র। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রা বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে চিত্রটি। ডুডলে দেখা যাচ্ছে, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া।

গুগলের হোমপেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল- তাই ডুডল।

বিজ্ঞাপন