আবারো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম সার্ভারে গোলযোগ

  • আইসিটি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ফেসবুকে ছবি আপলোড করতে সমস্যায় ভুগছেন? ঘাবড়াবেন না । আপনি একাই এই সমস্যার মুখোমুখী নন। বিশ্বজুড়ে ফেসবুক এবং ইন্সটাগ্রামে গোলাযোগ দেখা দেয়ায়  বিশ্বের কোটি কোটি গ্রাহক ফেসবুকে লগিন এবং মেসেঞ্জারে বার্তা পাঠাতে বাঁধার সম্মুখীন হচ্ছেন।

বুধবার(১৩ মার্চ) স্থানীয় সময় রাত ১০ টা থেকে এ গোলাযোগ দেখা দিয়েছে বলে ডাউনডিটেকটর এর বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিজ্ঞাপন

এসময় গ্রাহকরা ফেসবুকে লগিন করতে পারছিলেন না। অনেক গ্রাহক ছবি আপলোড করতে চাইলেও বার বার সেটা ইরর মেসেজ শো করছিলো।

অনেক দেশে ম্যাপ ডিজেবল হয়ে যাবার কারণে অনেক গ্রাহক চেকইন ও দিতে পারছিলেন না।

বিজ্ঞাপন

কিছু দিন গুগলের সার্ভার গোলাযোগ হওয়ায় এর ম্যাপ সেবার বিঘ্নিত হচ্ছিলো। এরপরই ঘটলো ফেসবুকের এই গোলাযোগের ঘটনা।তবে সেসময় গুগল এই ঘটনায় ক্ষমা চায়।

ফেসবুকের এক মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করার চেস্টা চলছে। 

এই ঘটনায় ফেসবুক কেন্দ্রিক ডিজিটাল মার্কেটাররা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে ডাউনডিটেকটর।

গত বছর নভেম্বরে একই ধরনের গোলাযোগের কবলে পড়ে ফেসবুক ও ইন্সটাগ্রাম