দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
সাইবার সুরক্ষা নিশ্চিতে রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
বাংলাদেশে শাওমির প্রথম কিউএলইডি টিভি: শাওমি টিভি এ প্রো ২০২৫
আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ, থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। আজ বৃহস্পতিবার ১৬তম বেস্ট অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জমকালো অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। এনসার্চ লিমিটেডের অংশীদারত্বে আয়োজনের সহযোগী ছিল দ্য ডেইলি স্টার।
শাওমি তার পথচলার শুরু থেকেই গ্রাহক-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে পরিচিত। কোম্পানিটি তাদের ফ্যানদের চাহিদা ও মতাতকে গুরুত্ব দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে থাকে। ব্র্যান্ড ফোরামের এই ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ শাওমিকে উদ্ভাবনী প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড হিসেবে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।
পুরস্কার সম্পর্কে অনুভূতি প্রকাশ করে, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই পুরস্কার অর্জন করতে পেরে আমরা গর্বিত। পণ্য ও সেবাগ্রহণের ক্ষেত্রে ফ্যানদের ভালোবাসাই শাওমিকে আজ এ জায়গায় নিয়ে এসেছে। শাওমি এমন একটি ব্র্যান্ড যারা পণ্য ও সেবাপ্রদানের মাধ্যমে গ্রাহকদের নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। এই পুরস্কার আমরা আমাদের লয়্যাল শাওমি ফ্যান ও পার্টনারদের উৎসর্গ করছি, যারা আমাদের যাত্রায় সবসময় পাশে ছিল।”
বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে, এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এই জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়। সমান শতাংশের নারী ও পুরুষ নিয়ে মোট ১০ হাজার জনের সাক্ষাৎকার নেওয়া হয় এতে। জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের (ব্র্যান্ড সেলিয়েন্স, প্রেফারেন্স, রেকমেন্ডেশন ও ইনোভেশন) মতো বিষয়গুলো বিবেচনা করা হয়।
শাওমির সাফল্যের ভিত্তি হলো প্রতিষ্ঠানটির উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে মানসম্মত পণ্য সরবরাহ করা। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে শাওমি রেডমি ১৩সি বিশ্বের শীর্ষ ১০টি বিক্রিত স্মার্টফোনের মধ্যে স্থান করে নেয়। পাশাপাশি, শাওমি ফ্যানদের মাঝে গুঞ্জন আছে, খুব শীঘ্রই শাওমি তার সবচেয়ে জনপ্রিয় শাওমি রেডমি নোট সিরিজের নেক্সট জেনারেশন বাংলাদেশে উন্মোচিত করবে। গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে মানসম্মত ও বাজেট সুলভ পণ্য প্রদানের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে শাওমি দেশের মোস্ট লাভড বা নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করে।
২০০৮ সাল থেকে বাংলাদেশে উপস্থিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ড গুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা। দেড় দশকের অধিক সময়ের ধারাবাহিকতায় আয়োজনটি হয়ে উঠেছে দেশের শীর্ষ ব্র্যান্ডিং সম্মাননা। দেশে প্রচলিত সেরা ব্র্যান্ডগুলোর একনিষ্ঠ প্রচেষ্টায় অর্জিত সাফল্যকে উদযাপনের লক্ষ্যেই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজিত হয়।
দেশে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে একত্রে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ) এবং রবি আজিয়াটা’র উদ্যোগে গঠিত সংগঠন বাংলাদেশ সেইফ ইন্টারনেট ফোরাম (বিএসআইএফ)।
ইন্টারনেট ভিত্তিক অনৈতিক কার্যক্রম, সাইবার অপরাধ, পরিচয় জালিয়াতি এবং শিশু ও নারীদের জন্য সাইবার সুরক্ষার ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সংগঠন দুটি।
২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সাইবার সুরক্ষার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে সিসিএএফ। অন্যদিকে, রবির উদ্যোগ বিএসআইএফ হলো এমন একটি প্ল্যাটফর্ম যা ইন্টারনেট ব্যবহারের দায়িত্বশীলতা ও নিরাপত্তা বিষয়টি প্রচারে কার্যকরী ভূমিকা পালন করছে।
যৌথ এ উদ্যোগের আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা দেশব্যাপী জনগণের জন্য সাইবার সুরক্ষায় একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। এর মধ্যে রয়েছে ইউআরএল ব্লকিং পরিষেবা। এর মাধ্যমে জাতীয় টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সহায়তায় অনৈতিক ও ক্ষতিকর ওয়েবসাইট ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ওয়ান-স্টপ সেবার জন্য চালু করা হয়েছে যোগাযোগ হেল্পলাইন (কোড নম্বর ১০৯৮)।
এছাড়া সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও অ্যাকশনএইড বাংলাদেশের মতো সেবামূলক সংস্থার সঙ্গে এসব কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করা হয়েছে। এর আওতায়একটি উচ্চপর্যায়ের তিন বছরের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, সাইবার অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম।
রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, 'সাইবার সুরক্ষার ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বিএসআইএফ ও সিসিএএফ-এর যৌথ প্রচেষ্টার সহায়তায় আমরা এই লক্ষ্য পূরণের চেষ্টা করছি।'
সিসিএএফ-এর প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ বলেন, 'আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে, আমরা সাইবার সুরক্ষায় বাংলাদেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে চাই। রবি’র মতো আন্তরিক সহযোগী পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।'
নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলদেশের বাজারে শাওমি নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। বিনোদন উপভোগের ক্ষেত্রে অভিনব এই স্মার্ট টিভি দর্শকদের দিবে অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা। আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে প্রতিটি ফ্রেম একটি গল্পে পরিণত হবে, যেখানে উজ্জ্বলতা ও স্পষ্টতায় প্রতিটি দৃশ্য আরও জীবন্ত এবং বাস্তবমুখী হয়ে উঠবে।
শাওমি টিভি এ প্রো ২০২৫-এর মূল আকর্ষণ মূলত এর অনন্য ডিজাইন ও প্রযুক্তি। এই টিভিটি সকল ধরনের ব্যবহারকারীর কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে, এর কারনে টিভিটি সব ধরনের ব্যবহারকারীর প্রয়োজন সামানভাবে মেটাতে সক্ষম। যেমন- সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতেই সিনেমা হলের অভিজ্ঞতা থেকে শুরু করে গেমিং এ মসৃণ ও ইন্টার-অ্যাক্টিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা সবই পাওয়া যাবে এক টিভিতেই। টিভিটিতে রয়েছে চোখ ধাঁধানো কিউএলইডি ৪-কে রেজুলেশনের ডিসপ্লে । আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে, প্রতিটি দৃশ্য ও শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলি আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে। এর পাশাপাশি, স্টাইলিশ ও স্লিম মেটালিক ফ্রেম টিভিটিকে দেখতেও বেশ আকর্ষণীয় করে তুলেছে।
নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিত করতে শাওমি টিভি এ প্রো ২০২৫-এ যুক্ত করা হয়েছে এমইএমসি (মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন) প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তি দ্রুতগতির অ্যাকশন দৃশ্যগুলোকে আরও মসৃণ এবং নিখুঁত করার পাশাপাশি চরিত্রের প্রতিটি গতিবিধিকে বাস্তবের মতো প্রাণবন্ত করে তুলবে। ৬০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকার ফলে দর্শকরা ব্লার-ফ্রিভাবে লেটেস্ট ব্লকবাস্টার মুভি অথবা লাইভ স্পোর্টস উপভোগ করতে পারবেন।
তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধুমাত্র এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট, যা এর ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আধিকতর ক্লিয়ার শব্দের অভিজ্ঞতা দিবে। এর ১০ ওয়াটের শক্তিশালী ডুয়াল স্পিকার সামান্য শব্দ থেকে শুরু করে বিস্ফোরণের তীব্রতা কিংবা যে কোনো মিউজিকের নোটকে আরও স্পষ্ট ও শ্রুতিমধুর করে তুলবে, যা দর্শকদের বিনোদন অভিজ্ঞতায় নতুন এক মাত্রা যোগ করবে।
ভবিষ্যতের কথা বিবেচনা করে নির্মিত শাওমি টিভি এ প্রো ২০২৫-তে রয়েছে গুগল টিভি ইন্টিগ্রেশন, যা বিনোদন জগতকে দর্শকদের হাতের মুঠোয় এনে দেবে। পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য একাধিক অ্যাপে দ্রুত গতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোডের জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তামুক্ত রাখবে।
লিভিং রুম হোক কিংবা হল রুম, স্লিক ও বেজেললেস ডিজাইনের কারণে শাওমি টিভি এ প্রো ২০২৫ যেকোন স্থানেই মানানসই। টিভিটি পাওয়া যাবে ৪৩, ৫৫, ৬৫ ও বিশাল ৭৫ ইঞ্চির চারটি ভিন্ন ভিন্ন সাইজে এবং সাইজের ভিন্নতার কারণে এটি ছোট-বড় সব ঘরের জন্য উপযুক্ত।
চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাপী লঞ্চ হয় শাওমি টিভি এ প্রো ২০২৫। তারই ধারাবাহিকতায়, বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতে এবং অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা ও প্রতিটি ঘরে আভিজাত্যের ছোঁয়া পৌঁছে দিতে শাওমি টিভি এ প্রো ২০২৫ এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই টিভিটি দেশজুড়ে সকল শাওমি স্টোরে পাওয়া যাবে।
চলছে বেড়ানোর মৌসুম। পাহাড় বা সাগর যাই সামনাসামনি দেখা হোক না কেন ক্যামেরায় তা ধারণ করা চাই। আবার মন মতো পোর্ট্রেটও দরকার। দূরত্বের এই হেরফেরের কারণে ফটোতে ডিটেইল আর শার্পনেস রাখাটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দূর করে দিচ্ছে জাইস টেলিফটো ক্যামেরা। দূরত্ব যতই হোক ছবিটা আসবে প্রাণবন্ত ও বাস্তব। ফটোগ্রাফিকে নিখুঁত এবং প্রাণবন্ত করে তুলতে স্মার্টফোনে টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
কেবল প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য নয়; শখের ফটোগ্রাফার থেকে শুরু করে যারা স্মৃতি ধরে রাখতে চান, সবার জন্যই টেলিফটো প্রযুক্তি এক দুর্দান্ত অভিজ্ঞতা। টেলিফটো প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো, এটি পোর্ট্রেট এবং ম্যাক্রো ফটোগ্রাফিতে অসাধারণ। টেলিফটো পোর্ট্রেট ফিচার দিয়ে সাবজেক্টের ওপর ফোকাস রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার বা ঝাপসা করা যায়, যা ছবিকে ডিএসএলআর-এর মতো নিখুঁত করে তোলে।
টেলিফটো ম্যাক্রো ফিচার দিয়ে ক্ষুদ্র বিষয়গুলোও স্পষ্টভাবে তুলে আনা যায়। এবার এই টেলিফটো প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০।
ভিভো এক্স২০০ স্মার্টফোনে থাকা ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ভিসিএস ট্রু কালার মেইন ক্যামেরা এবং ১০০ গুণ হাইপারজুম স্মার্টফোন ফটোগ্রাফিতে দেবে দারুণ অভিজ্ঞতা। শুধু ক্যামেরা নয়, ভিভো এক্স২০০ স্মার্টফোনে আছে ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং কোয়াড কার্ভড ডিসপ্লে ।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানা গেছে, শিগগিরই ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০ বাংলাদেশে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি রঙে পাওয়া যাবে।