দেখে নিন পাবজির নতুন আপডেট ১০.৫ এর ফিচারগুলো

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

এসে গেল পাবজি মোবাইল ০.১০.৫ এর নতুন আপডেট। এই আপডেটে থাকছে ‘ক্লাসিক' ভয়েস অপশান, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্রে বদল আর রয়্যাল পাস সিজন ৫। নতুন করে যোগ হয়েছে এমকে৪৭ রাইফেল। ইরেঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে। তবে এখনই  পাবজি  মোবাইলে  এ জম্বি মোড যোগ হচ্ছে না।

তবে এখনই আপনার ফোনে পাবজি মোবাইল ০.১০.৫ আপডেট না পৌঁছালেও চিন্তার কারন নেই। টেনসেন্ট জানিয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

পাবজি মোবাইল ০.১০.৫  আপডেটে যোগ হয়েছে এই ফিচারগুলি

  • নতুন এমকে ৪৭ রাইফেল, ইরেঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে।
  • লেসার সাইট, সব ম্যাপে ব্যবহার করা যাবে।
  • রুম তৈরী করার সময় ভিকেন্ডি ম্যাপ ব্যবহার করা যাবে।
  • ফিরে এসেছে ‘ক্লাসিক' ভয়েস, আপডেটের পরে সেটিংস এ এই অপশান পাবেন। ‘স্পন আইল্যান্ড অয়ানাউন্সমেন্ট' সেটিংস থেকে এনেবেল বা ডিসেবেল করা যাবে।
  • রয়্যাল পাস সিজন ৫ শুরু হল।
  • ‘সুইমাস সান্ডাল' আপডেট হয়েছে।