কাছের বন্ধুদের জন্য ইনস্টাগ্রাম স্টোরিজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

এবার কাছের বন্ধুদের জন্য ইনস্টাগ্রাম নিয়ে এলো স্টোরিজ সুবিধা। নতুন এই  ফিচারের মাধ্যমে এখন থেকে কাছের বন্ধুদের বেছে নিয়ে স্টোরিজ শেয়ার করা যাবে।

শুক্রবার( ৩০ নভেম্বর) এই নতুন প্লাটফর্মটি উন্মোচন করে জনপ্রিয় ছবি শেয়ার করার সাইটটি। ফিচারটি বিশ্বের সব স্থানের ব্যবহারকারীই ব্যবহার করতে পারবেন।এজন্য ব্যবহারকারীকে তারে প্রোফাইলে গিয়ে সাইড মেন্যু থেকে ক্লোজ ফ্রেন্ড অপশনে ট্যাপ করতে হবে।

বিজ্ঞাপন

এক ব্লগ পোস্টে ফেইসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, ক্লোজ ফ্রেন্ড এমন একটি অপশন যা শুধু ব্যবহারকারীই দেখতে পান। তাই সেখানে বন্ধুদের সঙ্গে কিছু শেয়ার করলে শুধু তারাই তা দেখতে পাবেন।

তাই যখন স্টোরিজ শেয়ার করা হবে তারপর সেখানে একটি অপশন আসবে ক্লোজ ফ্রেন্ডদের দেখাতে চান কিনা। সেটা যদি সম্মতি দেয় তবেই তা দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

তবে কাউকে যদি সেই তালিকায় যুক্ত করা হয় এবং তারা যদি স্টোরিজ দেখে তবে সেখানে সবুজ একটি চিহ্ন উঠবে। যা থেকে বোঝা যাবে যে, ওই বন্ধুরা স্টোরিজটি দেখেছে।

ইনস্টাগ্রামে কোন স্টোরিজ পোস্ট করলে সেটি ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। স্টোরিজে ছোট ভিডিও এবং ছবি পোস্ট করা যায়।