লোড হচ্ছেনা ফেসবুকের হোম পেজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

কম্পিউটার থেকে জনপ্রিয়  সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে  ঢুকতে গেলে দেখা যায় হোম পেজ টি লোড হচ্ছেনা। এবং সাথে  একটি বার্তা দেখানো হচ্ছে।

যাতে লেখা রয়েছে ‘সামথিং ওয়েন্ট রং’। এর সঙ্গে নিচে রিফ্রেশ বাটন দিয়ে পেইজটি রিফ্রেশ দিতে বলা হলেও তাতে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

রবিবার(১৮ নভেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে এই ত্রুটি দেখা যায়। এছাড়াও  মোবাইল থেকে ঢুকতে গেলেও দুই-একটি পোস্টের পর নিউজ ফিডে আর কিছু দেখাচ্ছেন বলেও জানিয়েছেন বার্তা২৪ এর অনেক পাঠক তবে সবার মোবাইলে একই সমস্যা হচ্ছেনা বলেও জানান অনেকে। তবে ফেইসবুকের অন্যান্য গ্রুপ, পেইজ, ইনবক্স কিংবা প্রোফাইলে এ সমস্যা দেখা যায়নি।এবং স্বাভাবিক ভাবেই পোস্ট করা যাচ্ছিলো পেজ ও গ্রুপে

 তাই ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।তবে ফেসবুক এ বিষয়ে এখনো কোন বিবৃতি দেয়নি। 

বিজ্ঞাপন

এছাড়াও আর অন্য কোন দেশে এই ধরনের একই সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।

সর্বশেষ কারিগরি এই ত্রুটি বেলা ১১টা ১৭ মিনিটে অনেকাংশেই ঠিক হয়ে যায়। এবং স্বাভাবিক ভাবে হোম পেজে বাকি পোস্ট গুলো দেখতে পান ব্যবহারকারীরা।