ফেসবুক প্রোফাইল পিকচারে যুক্ত করা যাবে গান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নিজেকে প্রকাশ করার নতুন উপায় নিয়ে এল ফেসবুক। এবার ফেসবুক এর ২০০ কোটি গ্রাহক ফেসবুক স্টোরিতে ছবি বা ভিডিওর সাথেই গান পোস্ট করতে পারবেন।

ফেসবুকের এক বিবৃতির বরাত দিয়ে দ্যা ভার্জ জানায় ইনস্টাগ্রাম এ যেভাবে ছবি ও ভিডিওর সাথে গান পোস্ট করা যায় একই ভাবে কাজ করবে ফেসবুক।

বিজ্ঞাপন

একটি ভিডিও বা ছবি তুলে তার উপরে ট্যাপ করে মিউজিক স্টিকার সিলেক্ট করতে হবে। সেখানে পছন্দের গান সিলেক্ট করে স্টিকার যোগ করে দিতে হবে। এই স্টিকারের জায়গা বদল করা সম্ভব। এমনকি এই স্টিকার বদলে নতুন স্টিকার লাগাতে পারবেন গ্রাহকরা।

নতুন এই ফিচারের সাথেই কোম্পানি জানিয়েছে “লিপ সিঙ্ক লাইভ” ফিচার যোগ হচ্ছে। নতুন এই ফিচারে যে কোন গানের সাথে লিপ সিঙ্ক করা যাবে। গোটা বিশ্বের ফেসবুক গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন