ফেসবুকের বিরুদ্ধে ৩ নারীর মামলা 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একের পর এক মামলা যেন পিছু ছাড়ছেনা ফেসবুকের। সর্বশেষ শুধু মাত্র পুরুষদের একাউন্টে চাকুরি নিয়োগ বিজ্ঞাপন দেখা যাচ্ছে এমন অভিযোগ এনে তিনজন নারীর পক্ষ থেকে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন।

গত বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন কমিউনিকেশন ওয়ার্কার অফ আমেরিকা একত্রে ইউএস ইকুয়াল অপরচুনিটির অধীনে ফেসবুকের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মামলায় অভিযোগ করা হয় ফেসবুক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের চাকরির বিজ্ঞাপন তাদের নারী ইউজারদের কাছ থেকে লুকিয়ে রাখে এবং এর মধ্যে পুলিশ বিভাগের বিজ্ঞাপনও আছে।

তবে ফেসবুক এই অভিযোগ অস্বীকার করে বলে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এ এমন কিছুই নেই এবং ইউজারদের স্বার্থ রক্ষায় তারা বদ্ধ পরিকর।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফেসবুকে একাউন্ট খোলার অন্যতম শর্ত হচ্ছে ব্যবহারকারী নারী না পুরুষ তা উল্লেখ করতে হয়।