বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি স্থগিত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জুনে হচ্ছে না জুনিয়র এশিয়া কাপ হকি, ছবি: সংগৃহীত

জুনে হচ্ছে না জুনিয়র এশিয়া কাপ হকি, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বঙ্গবন্ধু আল আরাফাহ ইসলামী ব্যাংক জুনিয়র এশিয়া কাপ ২০২০। টুর্নামেন্টটি আগামী ৪-১২ জুন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। শুধু জুনিয়র এশিয়া কাপ নয় চলতি বছরের ১৪-২১ জুন দক্ষিণ কোরিয়ার ডং হায়ে অনুষ্ঠিতব্য ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২০ আসরও স্থগিত করেছে এএইচএফ।

বিজ্ঞাপন

স্থগিত হওয়া টুর্নামেন্টগুলো পরে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। এজন্য আয়োজক দেশ, আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ও বিশ্বের অন্যান্য ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এশিয়ান হকি ফেডারেশন।