জাপান জুড়ে অলিম্পিক অনুশীলন ক্যাম্প বাতিল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনায় স্থগিত টোকিও অলিম্পিকের অনুশীলন ক্যাম্প, ছবি: সংগৃহীত

করোনায় স্থগিত টোকিও অলিম্পিকের অনুশীলন ক্যাম্প, ছবি: সংগৃহীত

সামনে টোকিও অলিম্পিক ২০২০ ও প্যারালিম্পিক গেমস ২০২০। বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তম এ আসরের জন্য জাপানের বিভিন্ন শহরে অনুশীলন ক্যাম্প গড়ার কথা ছিল অনেক দেশের। করোনাভাইরাস মহামারির কারণে জাপানের ১৬টি শহরে অনুশীলন ক্যাম্পের সেই পরিকল্পনা স্থগিত হয়ে গেছে। অনেক দেশ পরিকল্পনাটা একেবারে বাতিলই করে দিয়েছে।

কলম্বিয়ার টেবিল টেনিস ও জিমন্যাস্টিকস দলের অনুশীলন করা কথা ছিল জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর কিতাকাইয়ুশুতে। কিন্তু পুরো পরিকল্পনাই বাতিল করেছে তারা।

বিজ্ঞাপন

ব্রিটেনের হুইলচেয়ার বাস্কেটবল দলও অনুশীলন করতে চেয়েছিল। আগামী মাসে তাদের পরিকল্পনাটি ছিল টোকিওর কাছাকাছি উরায়াসু শহরে। খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি থাকায় তা বাতিল করেছে ব্রিটেন।

ফুকুই প্রিফেকচারের সাবায়ে শহর চীনা জিমন্যাস্টিকস অ্যাসোসিয়েশনকে সেখানে এপ্রিলে তাদের অনুশীলন ক্যাম্প বাতিল করার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন

জাপানের স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া কৌশল বিনিময়ের সব ধরনের কার্যক্রমও বাতিল করা হয়েছে। জাপানের ৬০টির অধিক পৌর শহরে হওয়ার কথা ছিল এমন কার্যক্রম।

টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস হওয়ার কথা ২৪ জুলাই-৯ আগস্ট। আর প্যারালিম্পিক হওয়ার কথা ২৫ আগস্ট-৬ সেপ্টেম্বর। কিন্তু করোনাভাইরাসের জন্য দুটি আসরের আয়োজনই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।