করোনার ছোবলে জাপান অলিম্পিকের ডেপুটি চিফ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাপান অলিম্পিক কমিটির ডেপুটি চিফ কোজো তাশিমা, ছবি: সংগৃহীত

জাপান অলিম্পিক কমিটির ডেপুটি চিফ কোজো তাশিমা, ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন জাপান অলিম্পিক কমিটির ডেপুটি চিফ কোজো তাশিমা। তাশিমা জানান, হালকা জ্বরে ভুগছেন তিনি। নিউমোনিয়ার লক্ষণও রয়েছে। তবে ভালো আছেন। ব্যস্ত আছেন এখন চিকিৎসায়।

সম্প্রতি নয় দিনের ব্যবসায়িক সফরে ইউরোপ ও আমেরিকায় গিয়ে ছিল তাশিমা। ভ্রমণ করেন নর্দান আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রে। এ সফরেই সবাই আলিঙ্গন করেছেন এবং হাত মিলিয়ে গেছেন। কিন্তু এসব থেকে তিনি নিজেকে দূরে রাখতে পারেননি। ঠিক একারণেই করোনাভাইরাস ছোবলে মেরেছে তাশিমাকে। পরীক্ষার পর পটিভিজ ধরা পড়েছেন।

বিজ্ঞাপন

এই খবর ছড়িয়ে পড়ায় নির্ধারিত সময় ২৪ জুলাই-৯ আগস্টে টোকিও অলিম্পিক ২০২০ এর আয়োজন আরো অনিশ্চিত হয়ে পড়ল।