বর্ষসেরা জোফরা আর্চার ও অ্যাশার স্মিথ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বর্ষসেরা ক্রীড়াবিদ জোফরা আর্চার ও ডিনা অ্যাশার-স্মিথ, ছবি: সংগৃহীত

বর্ষসেরা ক্রীড়াবিদ জোফরা আর্চার ও ডিনা অ্যাশার-স্মিথ, ছবি: সংগৃহীত

২০ উইকেট শিকার করে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন জোফরা আর্চার। দুরন্ত এ পারফরম্যান্সের সুবাদে ২৪ বছরের এই ইংলিশ পেসার নির্বাচিত হয়েছেন ব্রিটিশ এথনিক ডাইভার্সিটি স্পোর্টস অ্যাওয়ার্ডসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ।

পুরস্কার পেয়ে বেজায় খুশী বার্বাডিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার আর্চার, ‘বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হতে পেরে সম্মানিতবোধ করছি।’ তবে ইনস্টাগ্রামে বর্ণবাদী খুদে বার্তা পেয়ে তার কঠোর সমালোচনা করেছেন ইংল্যান্ডের এ তারকা খেলোয়াড়।

বিজ্ঞাপন

আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন ডিনা অ্যাশার-স্মিথ। ব্রিটেনের প্রথম অ্যাথলিট হিসেবে কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি মেডেল জেতেন ২৪ বছরের এ স্প্রিন্টার। গত বছর ২০০ মিটারে জেতেন স্বর্ণপদক। সিলভার পান ১০০ মিটার ও ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে।