করোনা আক্রান্তদের জন্য পগবার ২৭ হাজার পাউন্ড

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানবতার ডাকে সাড়া দিলেন ফুটবলার পল পগবা

মানবতার ডাকে সাড়া দিলেন ফুটবলার পল পগবা

মানবতার ডাকে ফের সাড়া দিলেন পল পগবা। করোনাভাইরাস আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন এই তারকা ফুটবলার। রোববার নিজের ২৭তম জন্মদিনে জানালেন ইউনিসেফকে ২৭ হাজার পাউন্ড তুলে দেবেন এই ফরাসি মিডফিল্ডার।

এর আগে ঠিক ২৬তম জন্মদিনে উন্নয়নশীল দেশে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেন পগবা। ২৬ হাজার পাউন্ডের লক্ষ্য থাকলেও জমা হয় ৭,৩৬০ পাউন্ড।

বিজ্ঞাপন

এবার করোনাভাইরাস আক্রান্ত শিশুদের চিকিৎসায় সোশ্যাল নেটওয়ার্কে তহবিল গড়ার উদ্যোগ নিলেন পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা নিজের জন্মদিনে এই ঘোষণা দেন।

এই তারকা ফুটবলার জানালেন, তার লক্ষ্য ইউনিসেফকে ২৭ হাজার পাউন্ড তুলে দেওয়া।  এরপর নিজেও সমপরিমান অর্থ দেবেন ইউনিসেফ তহবিলে। সাহায্যের অঙ্কটা সংগতভাবেই হয়ে যাবে দ্বিগুণ।

বিজ্ঞাপন

পল পগবা তার জন্মদিনে জানাচ্ছিলেন, ‘জন্মদিনে আমি নিজে, আমার পরিবার ও বন্ধুরা সুস্থ আছি ভেবে ভালো লাগছে। যদিও এখন বিশ্বের সবাই সুস্থ নেই। করোনাভাইরাস মহামারী হয়ে উঠেছে। শিশুসহ অনেকের স্বাস্থ্য ও জীবনকে বিষিয়ে তুলছে। প্রাণঘাতী ভাইরাসের এই সংক্রমণ ভয়াবহ হয়ে উঠেছে। বিশেষ করে দরিদ্র মানুষ ও শিশুরা ভয়াবহ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।’

এ কারণেই সহযোগিতায় এগিয়ে এসেছেন পগবা। জমানো অর্থ স্বাস্থ্যকর্মীদের জন্য গ্লাভস, সার্জিক্যাল মাস্ক ও বিশেষ প্রতিরোধকারী চশমা কেনার কাজেও খরচ করা হবে।