বঙ্গবন্ধু হকির ফাইনালে আরমানিটোলা ও কেরামতিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাঠের লড়াইয়ে ক্ষুদে খেলোয়াড়রা, ছবি: বাহফে

মাঠের লড়াইয়ে ক্ষুদে খেলোয়াড়রা, ছবি: বাহফে

বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি ২০২০ এর ফাইনালের টিকিট কেটেছে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ও রংপুরের কেরামতিয়া স্কুল।

শনিবার (১৪ মার্চ) প্রথম সেমিফাইনালে দিনাজপুরের সরকারি যুবলী স্কুলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখেছে রংপুরের কেরামতিয়া হাই স্কুল। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন আল আমিন ও রেজাউল ইসলাম।

বিজ্ঞাপন

দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। আরমানিটোলার জয়ের নায়ক সিয়াম আহমেদ রনি।

রোববার (১৫ মার্চ) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনি এমপি ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী।