বঙ্গবন্ধু হকিতে যুবলী স্কুলের জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বল দখলের লড়াইয়ে ক্ষুদে হকি খেলোয়াড়রা, ছবি: বাহফে

বল দখলের লড়াইয়ে ক্ষুদে হকি খেলোয়াড়রা, ছবি: বাহফে

বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ ফাইনাল রাউন্ডে (দ্বিতীয় পর্ব) বুধবার (১১ মার্চ) আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়কে (ঢাকা) ৩-১ গোলে হারিয়েছে সরকারি যুবলী স্কুল (দিনাজপুর)।

বিজয়ী সরকারি যুবলী স্কুলকে জোড়া গোল উপহার দেন মোহাম্মদ মোরসালিন। বাকি গোলটি আসে মোহাম্মদ রায়হানের কল্যাণে। আর আরমানিটোলার হয়ে গোল করেন আলী হোসেন তানভীর।

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচে কেরামতিয়া স্কুল (রংপুর) ১-১ গোলে ড্র করেছে শিশু নিকেতনের (রংপুর) সঙ্গে। কেরামতিয়াকে ৪৮তম মিনিটে এগিয়ে দেন সিফাত মিয়া। দুই মিনিট পর শিশু নিকেতনকে সমতায় এনে দেন আমিনুর রহমান।