কন্যার বাবা উসাইন বোল্ট!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা হচ্ছেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট, ছবি: সংগৃহীত

বাবা হচ্ছেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট, ছবি: সংগৃহীত

বাবা হতে যাচ্ছেন উসাইন বোল্ট। দীর্ঘ দিনের বান্ধবী কাসি বেনেট বিশ্বের দ্রুততম মানবকে উপহার দিতে যাচ্ছেন ফুটফুটে এক কন্যা সন্তান। সুখবরটা দিয়েছেন ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডধারী বোল্ট নিজেই।

সুখবরটা ভক্ত সমর্থকদের দিতে সোম রাতে জ্যামাইকার কিংস্টনের পিটার্স রকে জমকালো পার্টির আয়োজন করেন বোল্ট। জেন্ডার রিভিল পার্টিতে ছিল আতশবাজি, নাচ-গান আর অতিথিদের সমাগম।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বোল্ট জানান, ‘আমি কেবল এতটুকু জানাচ্ছি, আমি একজন কন্যার বাবা।’

বেনেটের সঙ্গে বোল্টের প্রেম-অভিসার চলছে প্রায় ছয় বছর ধরে। কিন্তু স্প্রিন্ট ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত বিষয়টা গোপন করে গেছেন জ্যামাইকান এ গতির রাজা।

বিজ্ঞাপন

২০১৭ সালে ট্র্যাক এন্ড ফিল্ড থেকে অবসর নেন উসাইন বোল্ট।