রেজিস্ট্রেশন ফি ছাড়াই জাতীয় যুব দাবা

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন স্মার্ট টিভি জাতীয় যুব দাবা প্রতিযোগিতা।’ অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ বছর বয়সীদের নিয়ে এই টুর্নামেন্ট চলবে ৭ দিন। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি উন্মুক্ত ও বালিকা বিভাগে অনুষ্ঠিত হবে।

১০ মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৭ মার্চ পর্যন্ত। বালক ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত। আগ্রহীদের ৯ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে। এ জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না।

৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে যারা ভালো করবে তারা ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ, এশিয়ান ইয়ুথ ও ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এগিয়ে থাকবে।

বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে.এম শহীদউল্যা, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ।

এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘যুব দাবা এক ধরনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কারণ এখানে যারা ভালো করবে তারা এক সময় প্রথম বিভাগ ও প্রিমিয়ার বিভাগে খেলবে। এই প্রতিযোগিতায় যারা ভালো করবে তারা আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ দলে অগ্রাধিকার পাবে।’