পেছাবে না অলিম্পিক
করোনাভাইরাসের কারণে জাপান অলিম্পিক গেমস পেছানোর আশঙ্কা করা হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অ্যাথলেটদের প্রস্তুতি নিতে বলেছে।
বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সুইজারল্যান্ডে এক্সিকিউটিভ বোর্ডের আলোচনায় আইওসির প্রেসিডেন্ট টমাস বাক ২৪ জুলাই থেকে ৯ আগস্ট অলিম্পিক আয়োজন করার ব্যাপারে স্পষ্ট সমর্থন জানিয়েছেন।
লোজানে বাক বলেন, 'আমরা জাপান অলিম্পিক গেমস, ২০২০ সফলভাবে করার প্রস্তুতি নিচ্ছি'।
'আমি সব অ্যাথলেটদের পূর্ণ উদ্যম ও আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রস্তুত করার জন্য বলবো। আমাদের তরফ থেকে অ্যাথলেট এবং জাতীয় অলিম্পিক কমিটিকে সকল ধরনের সহায়তা দেওয়া হবে'।
তবে আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, '২৪ জুলাই থেকে অলিম্পিক গেমস শুরু হতে যাচ্ছে'। যদিও এই কথা তিনি অনিশ্চিত শর্তেই বলেন।
জাপানে প্রায় ১০০০ জন করোনা আক্রান্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যখন আমি করোনা ভাইরাস থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম তখন এত দূরের ভবিষ্যৎ বাণী করা খুব কঠিন।