হকিতে এমএ বারী ও পুলিশ লাইন্সের ড্র
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ এর দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় (চুয়াডাঙ্গা) ৩-৩ গোলে ড্র করেছে পুলিশ লাইন্স স্কুলের (ফরিদপুর) সঙ্গে।
এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে রাফেজ হোসেন দুটি আর আরিফুল ইসলাম একটি গোল করেন। পুলিশ লাইন্স স্কুলকে গোল এনে দেন মোস্তাসিরুল হাসান, মোহাম্মদ রোহান ও কাজী জাবিদ।
দিনের দ্বিতীয় ম্যাচে বায়তুস শরফ জব্বারিয়া একাডেমীকে (কক্সবাজার) ০-১ হারিয়েছে শিশু নিকেতন (রংপুর)। শিশু নিকেতনকে জয়সূচক গোল উপহার দেন আল সারি হক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে পুলিশ লাইন্স হাই স্কুল (ময়মনসিংহ) মোকাবেলা করবে বায়তুস শরফ জব্বারিয়া একাডেমীকে (কক্সবাজার)। দ্বিতীয় ম্যাচে রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (কুমিল্লা) খেলবে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের (চুয়াডাঙ্গা) বিপক্ষে।