করোনাভাইরাসে স্থগিত আরচারি চ্যাম্পিয়নশিপস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের আতঙ্ক আরচারি চ্যাম্পিয়নশিপসে

করোনাভাইরাসের আতঙ্ক আরচারি চ্যাম্পিয়নশিপসে

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপস ২০২০। টঙ্গির আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু এই মুহূর্তে আসরটি শুরু হচ্ছে না। করোনাভাইরাসের আতঙ্কের কারণে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল খবরটা নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস আতঙ্কের কারণে অনেক দেশ প্রতিযোগী পাঠাতে রাজি নয়। এ কারণে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’ পরে সুবিধাজনক সময়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

২০১৭ সাল থেকে এ প্রতিযোগিতা আয়োজন করে আসছে বাংলাদেশ।

চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে এক হাজার ৮৬৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৩৬ জন। যে কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এশিয়ান ক্রীড়াঙ্গনে। 

বিজ্ঞাপন