জাতীয় রকবল প্রতিযোগিতা শুরু

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা

ওয়ালটন এয়ার কন্ডিশনার জাতীয় রকবল প্রতিযোগিতা ২০২০ শুরু হয়েছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। ফার্মগেটের ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে দুই দিনের এই প্রতিযোগিতা শেষ হবে বুধবার (১৯ ফেব্রুয়ারি)।

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ রকবল অ্যাসোসিয়েশনের আয়োজনে পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

বিজ্ঞাপন

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রকবল অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হাসান ফরিদী ও সাধারণ সম্পাদক ঝর্না আক্তারসহ অন্যান্যরা।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ আনসার ২-০ সেটে (২৫-৭ ও ২৫-২ পয়েন্টে) সাতক্ষীরা জেলাকে হারায়। এই গ্রুপের অপর ম্যাচে ঢাকা ক্লাব ২-০ সেটে (২৫-২০ ও ২৫-৯ পয়েন্টে) খুলনা জেলাকে পরাজিত করে।

বিজ্ঞাপন

ক গ্রুপের ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে হারিয়েছে ফিরোজ স্মৃদি সংসদকে। অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে (২৫-১২ ও ২৫-১৪ পয়েন্টে) হারিয়েছে জগৎপুরা যমুনা ক্লাবকে।

এই গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ফিরোজ স্মৃতি সংসদ ও জগৎপুরা যমুনা ক্লাব। এই ম্যাচে ফিরোজ স্মৃতি সংসদ ২-০ সেটে (১৫-১ ও ১৫-৪ পয়েন্টে) জয় পায়।

এদিকে নারীদের বিভাগে খ গ্রুপের ম্যাচে বাংলাদেশ আনসার ২-০ সেটে (১৫-৬ ও ১৫-৩ পয়েন্টে) হারিয়েছে খুলনা জেলাকে।