ফাইনালে মুখোমুখি সেনা ও নৌবাহিনী
‘ওয়ালটন স্মার্ট টিভি বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট’ -এর শিরোপা লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেল তিনটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে লড়বে এই দুই দল।
গ্রুপের শেষ ম্যাচে সোমবার বাংলাদেশ বিমান বাহিনী ৪-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। দিনের আরেক ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ৩-২ গোলে জয় পায় নৌবাহিনী।
গ্রুপ পর্বের ৩ ম্যাচের তিনটিতেই জিতে নৌবাহিনী পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে ৩ ম্যাচের ২টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে সেনাবাহিনী। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ।
টুর্নামেন্টে অংশ নিয়েছে- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ।
চারটি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল উঠেছে ফাইনালে।