বঙ্গবন্ধু স্কুল হকির প্রথম রাউন্ড সম্পন্ন
খুলনা ভেন্যুর সমাপনী ম্যাচ দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ এর প্রথম পর্ব। এর মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে নয়টি ভেন্যুর প্রাথমিক পর্বের খেলা।
ফাইনালে এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে খুলনা পর্বের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন তানভীর তাহসিন ও রুহুল আমিন তুষার।
খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন খন্দকার লুৎফুল কবীর, পুলিশ কমিশনার, খুলনা; আব্দুর রশীদ শিকদার, সহ সভাপতি, বাংলাদেশ হকি ফেডারেশন; মোহাম্মদ আব্দুর রশিদ, ইভিপি এন্ড জোনাল হেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, খুলনা; কাজী শামীম আহসান, সাধারণ সম্পাদক, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও বাহফে সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে ফ্লাই পাস্টে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফাইটার জেট। ৯টি ভেন্যুর প্রতিটি থেকে সেরা দুটি দল করে মোট ১৮টি দল নিয়ে ২৭ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব।