জাতীয় মহিলা রাগবি টুর্নামেন্টের উদ্বোধন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেলুন উড়িয়ে রাগবি টুর্নামেন্টের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান

বেলুন উড়িয়ে রাগবি টুর্নামেন্টের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান

মার্সেল এয়ার কন্ডিশনার চতুর্থ জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা-২০২০ শুরু হয়েছে শনিবার (৮ ফেব্রুয়ারি)। তিন দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

সকালে পল্টন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মার্সেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন সাধারণ সম্পাদক মৌসুম আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় ফারিদপুর জেলা ৫-৫ পয়েন্টে রাজশাহী জেলার সঙ্গে ড্র করে। দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা ৫-০ পয়েন্টে জয়পুরহাট জেলা দলকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে জামালপুর জেলা ২৪-০ পয়েন্টে বাগেরহাট জেলা দলকে হারায়। চতুর্থ ম্যাচে রংপুর জেলাকে ৫-০ পয়েন্টে হারায় টাঙ্গাইল জেলা।

বিজ্ঞাপন

পঞ্চম ম্যাচে চট্টগ্রাম জেলা ১০-০ পয়েন্টে বরগুনা জেলাকে পরাজিত করে। ষষ্ঠ ম্যাচে কিশোরগঞ্জ জেলাকে ১০-৭ পয়েন্টে হারায় নড়াইল জেলা। সপ্তম ম্যাচে নারায়নগঞ্জ জেলাকে ১০-০ পয়েন্টে হারায় ঢাকা জেলা। অষ্টম ম্যাচে হবিগঞ্জ জেলা ২০-০ পয়েন্টে দিনাজপুর জেলার বিপক্ষে জয় পায়।

নবম ম্যাচে জয়পুরহাট জেলা ৫-০ পয়েন্টে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে। দশম ম্যাচে রংপুর জেলাকে ৭-০ পয়েন্টে হারায় জামালপুর জেলা। একাদশ ম্যাচে টাঙ্গাইল জেলা ২৫-০ পয়েন্টে জয় পায় বাহেরহাট জেলার বিপক্ষে। দ্বাদশ ম্যাচে কিশোরগঞ্জ জেলা ২০-০ পয়েন্টে বরগুনা জেলাকে পরাজিত করে। আর ত্রয়োদশ ম্যাচে নারায়ণগঞ্জ জেলা ২৫-০ পয়েন্টে দিনাজপুর জেলাকে পরাজিত করে।