বঙ্গবন্ধু স্কুল হকির খুলনা পর্ব শুরু
বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ আসরের খুলনা পর্ব শুরু হয়েছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। এ পর্বে অংশ নিচ্ছে ১০টি স্কুল।
এর মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শেষ হলো টুর্নামেন্টের দেশব্যাপী ৯টি ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠান।
খুলনা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এস এম শফিউল্লাহ, পুলিশ সুপার, খুলনা; বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খুলনা জোনাল হেড আব্দুর রশীদ; খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহসানেএবং জাতীয় স্কুল হকি ও খুলনা ভেন্যুর সমন্বয়ক এস এম রেজাউল।
উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা একাডেমীকে ১-০ গোলে হারিয়েছে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় (খুলনা)। পল্লী মঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সৌরভ।