বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী ও পুলিশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়নদের সঙ্গে অতিথিরা, ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নদের সঙ্গে অতিথিরা, ছবি: সংগৃহীত

বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আর নারী বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ পুলিশ।

শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ছেলেদের ফাইনালে নৌবাহিনী ৪১-১৯ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে। মেয়েদের ফাইনালে পুলিশ ৪২-২৬ পয়েন্টে জয় ছিনিয়ে নেয় মেঘনা কাবাডি ক্লাবের বিপক্ষে। সকালে সেমিফাইনালে নৌবাহিনী ২৪-১৮ পয়েন্টে বিমান বাহিনীকে ও বর্ডার গার্ড বাংলাদেশ ৩২-২৮ পয়েন্টে পুলিশকে হারায়।

বিজ্ঞাপন

পুরুষ বিভাগে নৌবাহিনীর তুহিন টুর্নামেন্ট সেরা, আরদুজ্জামান ফাইনাল সেরা ও নাসির সেরা ক্যাচার এবং বর্ডার গার্ডের জাকির সেরা রেইডার হয়েছেন। নারী বিভাগে পুলিশের হাফিজা টুর্নামেন্ট সেরা, বৃষ্টি সেরা রেইডার ও শারমিন সেরা ক্যাচার এবং মেঘনা কাবাডি ক্লাবের মেয়েভী চাকমা ফাইনালের সেরা হয়েছেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

বিজ্ঞাপন