দুর্বৃত্তের আক্রমণ থেকে বাঁচলেন ওজিল
দুর্বৃত্তের আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে ফিরেছেন মেসুত ওজিল। বৃহস্পতিবার নর্থ লন্ডনের রাস্তায় অনাকাঙ্ক্ষিত এ অঘটন থেকে তারকা এ মিডফিল্ডার রক্ষা পেয়েছেন আর্সেনাল সতীর্থ সিড কোলাসিনাকের সাহসিকতায়।
ব্রিটিশ গণমাধ্যমের খবর, নিজের কালো মার্সিডিজ চালাচ্ছিলেন জার্মানির সাবেক এ আন্তর্জাতিক ফুটবলার। গোল্ডার্স গ্রিনে এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতেই মোটর বাইকে হেলমেট পরা দুজন দুর্বৃত্ত সঙ্গে রাখা পাথর ও ইট দিয়ে গাড়ির ক্লাস ভেঙে ডাকাতির চেষ্টা করে।
ছুরি নিয়ে দুর্বৃত্তরা আক্রমণ করে বসে গাড়ীর আরোহীদের ওপর। ওজিল গাড়ির ভিতরে থাকলেও বসনিয়ান ডিফেন্ডার কোলাসিনাক বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে ছুরি হাতে থাকা দৃর্বৃত্তের সঙ্গে বক্সিং স্টাইলে লড়াই করে যান।
ওজিল ও কোলাসিনাক দুজনেই সুস্থ আছেন। দৃর্বৃত্তরা তাদের কোনো ধরণের ক্ষতিই করতে পারেননি।
খেলোয়াড়দের বিপদ বুঝে রেস্টুরেন্টের ওয়েটার ও শেফরা দ্রুত ছুটে আসেন সহায়তা করতে। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই এক তার্কিশ রেস্টুরেন্টের বাইরে পুলিশের সঙ্গে কথা বলেন ওজিল।