সিটিকে চাইছেন না রিয়াল কোচ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ এড়াতে চান বলে মন্তব্য করেছেন খোদ রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলেত্তি। ব্রেস্টকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে পৌঁছে এ মন্তব্য করেন তিনি।

ফেব্রুয়ারিতে প্লে অফে সেল্টিক বা ম্যানচেস্টার সিটির মধ্যে যেকোনো একটি দলের বিরুদ্ধে দুটি লেগের প্লে-অফ খেলবে রিয়াল। যেখানে দ্বিতীয় লেগ হবে নিজেদের ঘরের মাঠে ঘরের মাঠে। সিটির বিপক্ষে মাঠে নামতে হতে পারে এমন সম্ভাবনা নিয়ে রিয়াল কোচ বলেন, ‘আমরা সিটির বিপক্ষে খেলতে পছন্দ করি না, কিন্তু যদি আমাদের তা করতে হয়, তবে আমরা অন্য যেকোনো সময়ের মতোই তা করব।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আরো বলেন, 'সিটির চ্যাম্পিয়ন্স লিগ জেতার আরও বেশি সুযোগ আছে। এটা একটি ড্র এবং যা আসবে, তা আসবে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে আপনাকে প্রতিটি ম্যাচ জিততে হবে। যদি আমরা শিরোপা জিততে চাই, আমাদের সেরা দলগুলোকে হারাতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে খাপছাড়া অবস্থায় আছে মাদ্রিস্তারা। লিগ পর্বে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটি পরাজয়ের কারণে সরাসরি শেষ ১৬-তে কোয়ালিফাই করতে পারেনি রিয়াল। এ নিয়ে আনচেলেত্তি বলেন,‘ আমাদের এই প্রতিযোগিতায় আগেই সচেতন হওয়া উচিত ছিল। এখন তো এমনই।’

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়ম অনুযায়ী, ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো নকআউট প্লে-অফ খেলবে। প্রতিটি দলকে তাদের টেবিল পজিশন অনুযায়ী জোড়া বানানো হবে এবং তারা আলাদা ব্র্যাকেটে থাকবে, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে। এই হিসেবে ১১ ও ১২তম স্থানে থাকা বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ জোড়ার ড্র হবে ২১ ও ২২তম দল সেল্টিক এবং ম্যানসিটির বিপক্ষে। সেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হতে পারে ম্যানসিটি বা সেল্টিক।