খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু নিয়ে যা বললেন তামিম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

বিতর্ক যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল )। আসরের শুরু থেকে এখন পর্যন্ত বিতর্কের যেন শেষ ই হচ্ছেনা। তবে সব বিতর্ককে পিছনে ফেলে দিয়েছে দুর্বার রাজশাহী দলটি।

মালিকপক্ষের অপেশাদারিত্ব থেকে শুরু করে বিদেশী খেলোয়াড়দের ম্যাচ বয়কটের মত ঘটনাও ঘটেছে। যা দেশের গণমাধ্যমে তো বটেই, শিরোনাম হয়েছে দেশের বাইরের গণমাধ্যমেও।এমন অপেশাদারিত্ব নিয়ে তুমুল সমালোচায় বিদ্ধ দলটির উপর ক্ষোভ ঝেড়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

১১ ম্যাচে ৯ জয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে তামিমের দল।দলটির জনপ্রিয়তা ও মালিক পক্ষের পেশাদারিত্ব নিয়ে হচ্ছে প্রশংসা। গতকাল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন তামিম।সেখানে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু নিয়ে কথা বলেন তামিম।

খেলোয়াড়দের বকেয়া নিয়ে বিসিবিকেও দায়ী করে তামিম বলেন,‘যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ, কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে তাহলে সেটা বিপিএলের জন্যই খারাপ একটা বিষয়। অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি, শেষপর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায়।’

বিজ্ঞাপন

তামিম আরও যোগ করে বলেন,‘এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। এমন চলতে থাকলে বিদেশী খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে যাবে। বিসিবির উচিত ঠিকঠাক ফ্র্যাঞ্চাইজি বাছাই করা।আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।’