বার্সাকে উড়িয়ে প্রতিশোধ চায় রিয়াল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলের লজ্জাজনক পরাজয়ের স্মৃতি এখনও তাড়া করে ফিরছে রিয়াল মাদ্রিদকে। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। সৌদি আরবের জেদ্দায় রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।  

লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ সেই পরাজয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পাঁচ ম্যাচে টানা জয় নিয়ে ফাইনালে নামছে। তবে কোচ কার্লো আনচেলত্তি যথেষ্ট সতর্ক। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচের ভুলগুলো এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে তারা আমাদের হারিয়েছিল। এবার সেই ভুলগুলো এড়িয়ে চলতে হবে। আমরা পরিষ্কার বিশ্লেষণ করেছি, ভালো দিকগুলো পুনরাবৃত্তি করতে হবে এবং ভুলগুলো এড়াতে হবে। এল ক্লাসিকো সবসময়ই আলাদা, আর ফাইনাল হলে এর চাপ আরও বেড়ে যায়।’

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ ফাইনালের জন্য পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, যিনি সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে প্রথম গোল করে দলকে ৩-০ ব্যবধানে জিততে সাহায্য করেন, তিনিও খেলবেন। আনচেলত্তি বলেন, সুপার কাপ জয় দলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটি আত্মবিশ্বাস এনে দেয়।  

অন্যদিকে, বার্সেলোনার মিডফিল্ডার দানি অলমোকে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ এর কাছ থেকে অস্থায়ী লাইসেন্স পেয়ে ফাইনালে খেলার অনুমতি দেওয়া হয়েছে। বার্সেলোনার কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ওলমো খেলতে প্রস্তুত থাকলেও শুরুর একাদশে তার থাকা নিশ্চিত নয়। গাভি সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তার আত্মবিশ্বাস তুঙ্গে। ফ্লিক বলেন, ‘গাভি দুর্দান্ত খেলেছে এবং সে আত্মবিশ্বাসী রয়েছে। আমার মনে হয় সে খেলবে, তবে শতভাগ নিশ্চিত নই।’  

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের সামনে এবার সুযোগ রয়েছে বার্সেলোনার ১৪টি সুপার কাপ শিরোপার রেকর্ড ছোঁয়ার। যদিও রিয়াল মাদ্রিদ ফাইনালে বার্সেলোনার বিপক্ষে সবসময়ই এগিয়ে। এর আগে সুপার কাপের ফাইনালে সাতবার মুখোমুখি হওয়ার মধ্যে রিয়াল সাতবার জিতেছে, যেখানে বার্সা মাত্র দু’বার জয় পেয়েছে।  

এটি বার্সেলোনার কোচ হানসি ফ্লিকের জন্য প্রথম শিরোপা জয়ের সুযোগ। তাই এই ম্যাচ তার জন্যও গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ কি তাদের পুরনো ভুল সংশোধন করে বার্সেলোনার বিপক্ষে প্রতিশোধ নিতে পারবে, নাকি বার্সা ফ্লিকের অধীনে নতুন ইতিহাস গড়বে, সেটি জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার।