অলমোকে আবারও হারানোর শঙ্কায় বার্সেলোনা
নানা জলঘোলার পর অবশেষে দানি অলমোকে অস্থায়ীভাবে নিবন্ধনের সুযোগ পেয়েছে বার্সেলোনা। তবে স্প্যানিশ ক্রীড়া আদালতের সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। যার ফলে লা লিগা এবং বার্সেলোনার মধ্যকার দ্বন্দ জোরালো হয়েছে।
সম্প্রতি দানি অলমো এবং পাও ভিক্টরের পুন:নিবন্ধন অনুমোদন করতে লা লিগাকে পাশ কাটিয়ে বার্সাকে একটি অস্থায়ী ব্যবস্থা মঞ্জুর করেছিলো সিএসডি। আর তাতেই বাধে বিপত্তি। লা লিগা অভিযোগ তুলছে এ রায়ের মাধ্যমে ক্লাবগুলোর ওপর রিয়েল ফেডারেশন এস্পানিওলা দে ফুটবল (আরএফইএফ) ও লা লিগার কর্তৃত্ব সীমিত করা হয়েছে।
মূলত বার্সেলোনার আর্থিক স্বচ্ছলতার প্রমাণাদির অভাবে লা লিগা কতৃপক্ষ দানি অলমো এবং ভিক্টরের নিবন্ধন বাতিল করে। যেখানে কাতালুনিয়ার ক্লাবটি তাদের নতুন স্পটিফাই ক্যাম্প ন্যুর ভিআইপি বক্স বিক্রয় থেকে ১০০ মিলিয়ন ইউরো আয়ের বিপরীতে প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।
পরবর্তীতে অবশ্য বার্সেলোনা মধ্যপ্রাচ্যের দুইজন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ প্রাপ্তির প্রমাণ জমা দেয়, তবুও লা লিগা পুনঃনিবন্ধনের আবেদন নাকচ করে। সেইসঙ্গে আরএফইএফও নিবন্ধন আবেদনটি বাতিল করে।
সিএসডির রায়ের বিপক্ষে লা লিগা পাল্টা যুক্তি দিচ্ছে যে মনিটরিং কমিটি আরএফইএফ-এর সাধারণ নিয়মাবলীর ১৩০.২ এবং ১৪১.৫ ধারা অনুসারে কাজ করেছে। যেখানে বলা আছে একই মৌসুমে কোনো খেলোয়াড়কে একটি দলের রোস্টার থেকে বাদ দেওয়ার পর তার পুনঃনিবন্ধন মঞ্জুর করা যাবে না।
যদিও সিএসডির প্রভিশনের কারণে দুইজনই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রয়েছেন। তবে মাঠে পুরো মৌসুমে তারা থাকবেন কি থাকবে না সেটা নির্ভর করছে আইনি লড়াইয়ের উপর। এছাড়া এই মামলা বার্সেলোনা আর্থিক কার্যক্রম পরিচালনার সক্ষমতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে, যার কারণে তারা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আবারো ভাবতে বাধ্য হবে।