সাকিবদের দেখে আফ্রিদি বুঝেছেন, রাজনীতিতে আসা যাবে না

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

উপমহাদেশে তারকা ক্রিকেটারদের রাজনীতিতে আসার ঘটনা নতুন নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান যেমন দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, তেমনি বাংলাদেশেও মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এই রাজনীতিতে তারকা ক্রিকেটারদের পরিণতি অনেক সময়ই সুখকর হয়নি।  

সম্প্রতি বিপিএলের ১১তম আসরে চিটাগং কিংসের মেন্টর হয়ে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। দলটির ডাগআউটে তাকে নিয়মিত দেখা গেলেও সম্প্রতি তিনি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের হোটেলে গিয়ে আড্ডায় মেতে ওঠেন। সেখানে আফ্রিদি তার জামাতা শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী এবং ফাহিম আশরাফের সঙ্গে সময় কাটান।  

বিজ্ঞাপন

এই আড্ডার একটি মজার মুহূর্ত ধরা পড়ে শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে। তামিম তাকে হঠাৎ প্রশ্ন করেন, ‘শহীদ ভাই, আপনি কি রাজনীতিতে আসবেন?’ জবাবে আফ্রিদি রসিকতা করে বলেন, ‘তোমাদের অবস্থা দেখে আর ইচ্ছে নেই।’ এই মন্তব্যে তখন উপস্থিত সবাই অট্টহাসিতে মেতে ওঠেন।  

তোমাদের বলতে আফ্রিদি নিশ্চিতভাবেই মাশরাফি ও সাকিবকে ইঙ্গিত করেছেন। দুজনই রাজনীতিতে জড়িয়ে পড়ার পর নানা সমস্যায় পড়েছেন। সাকিব দেশে ফিরতে পারছেন না এবং কার্যত তার ক্যারিয়ার শেষ। মাশরাফি কোথায় আছেন, সেটাও জানা যাচ্ছে না। তাদের বিরুদ্ধে মামলার পর মামলা হওয়ায় তারা এক রকম আত্মগোপনে।  

বিজ্ঞাপন

আফ্রিদি অবশ্য নিজ দেশ থেকেও শিক্ষাটা নিতে পারতেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান দেশটির প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তবে সেখান থেকে তার জায়গা হয়েছে এখন দেশটির কারাগারে।

এমন পরিণতি কেই বা বরণ করে নিতে চায়? আফ্রিদিও চান না। আর সে কারণেই তিনি জানালেন, রাজনীতি টানে না তাকে।