ইয়াসিরের তাণ্ডবে রাজশাহীর রানের পাহাড়
এনসিএল থেকেই রানে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি। বিপিএলের প্রথম ম্যাচে তিনি ফিরলেন স্বরূপে। এক পর্যায়ে মনে হচ্ছিল তার ঝোড়ো ইনিংস সেঞ্চুরিতেই বুঝি রূপ নেবে, তবে শেষমেশ তাকে অপরাজিত থাকতে হয় সেঞ্চুরি থেকে ৬ রান দূরে।
তবে তার দল দুর্বার রাজশাহী আজ ব্যাটিংটা করেছে নামের মতোই, দুর্বার। শাহিন আফ্রিদি, রিপন মণ্ডল, কাইল মেয়ার্সদের তুলোধুনো করে তুলে নিয়েছে ১৯৭ রানের সংগ্রহ। বিপিএলের প্রথম ম্যাচে জিততে তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের চাই এখন ১৯৮ রান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। প্রথমে জিসান আলম শূন্য রানে আউট হলে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। মোহাম্মদ হারিসের ঝোড়ো শুরুর আভাসও থেমে যায় কাইল মায়ার্সের স্লোয়ারে। ২৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া রাজশাহীকে টেনে তোলেন অধিনায়ক এনামুল বিজয় ও ইয়াসির রাব্বি।
এনামুল বিজয় খেলেন ৫১ বলে ৬৫ রানের দারুণ ইনিংস। বিপিএলের এবারের প্রথম ফিফটি করেন ৪১ বলে। অন্যদিকে, ইয়াসির রাব্বি মাত্র ৪৭ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৮টি ছক্কা। দুজনের ৮৭ বলে গড়া ১৪০ রানের জুটি রাজশাহীকে এনে দেয় ১৯৭ রানের বিশাল সংগ্রহ।
বরিশালের বোলারদের মধ্যে রিপন মণ্ডল সবচেয়ে খরুচে প্রমাণিত হন। তিনি ৪ ওভারে দেন ৫৫ রান। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ছিলেন উইকেটশূন্য, ৪ ওভারে খরচ করেন ৩৩ রান। আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ ৪২ রানে নেন এক উইকেট।