ভারত সিরিজে সাকিব ব্যাট হাতে ভালো করবে, আশা শান্তর

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারের হয়ে সমারসেটের বিপক্ষে এক ইনিংসে চার উইকেট এবং আরেক ইনিংস পাঁচ উইকেট, অর্থাৎ ম্যাচে নয় উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে এক ইনিংসে  ১২। আরেক ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে পাঁচ বলে শূন্য। দলের বিপদে বিলিয়ে দিয়ে এসেছিলেন উইকেট।

সবমিলিয়ে গত এক বছর ধরেই সাকিবের ব্যাটিংয়ের যাচ্ছেতাই অবস্থা। দেশ বদলায়, মহাদেশ বদলায়, জার্সি বদলায়, প্রতিপক্ষ বদলায়, বদলায় ফরম্যাট, বদলায় টুর্নামেন্ট- তবে বদলায় না সাকিবের ব্যাটিংয়ের অবস্থা। আরও একবার ব্যাট হাতে অফ ফর্ম নিয়ে সিরিজ শুরু করতে হচ্ছে সাকিবের।

বিজ্ঞাপন

এমন ব্যাটার নিয়ে দল কতখানি প্রেশারে? নাকি সাকিব বলেই দল এসব নিয়ে ভাবছে না? দলের ক্যাপ্টেনের মতামত জানতেই হচ্ছে।

‘সাকিব ভাইয়ের প্রিপারেশন খুব ভালো হয়েছে। যদিও শেষ সিরিজে ব্যাট হাতে তেমন ফর্মে না থাকলেও বল হাতে তার প্রস্তুতি ভালো। আমি আশা করি এই সিরিজে তিনি ভালো কিছুই করবেন।’

সাকিব আল হাসান টেস্টে সবশেষ ফিফটি করেছেন ২০২৩ এর এপ্রিলে। আর সবশেষ সেঞ্চুরি পেয়েছেন  সাত বছর আগে। তবে সেঞ্চুরি কিংবা ফিফটির চাইতেও বড় ব্যাপার সাকিব উইকেটেই সেট হতে পারছেন না। একেবারেই ব্যাটে বলে যেন হচ্ছেই না।