উপহারের জন্য শান্তদের ধন্যবাদ দিলেন ক্রীড়া উপদেষ্টা 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের জন্য বোনাস হিসেবে বাংলাদেশ দল পেল ৩ কোটি ২০ লাখ টাকা। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আজ এক অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের পাকিস্তান সফরে অভাবনীয় সাফল্যের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সেখানে ক্রীড়া উপদেষ্টাকেও একটি উপহার দিয়েছেন ক্রিকেটাররা। দলের সবার স্বাক্ষর করা একটা স্মারক ক্রিকেট ব্যাট। বাংলাদেশ দলের পক্ষ থেকে এমন উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ মাহমুদও। জানিয়েছেন ধন্যবাদ। 

বিজ্ঞাপন

এ নিয়ে নিজের ফেসবুক পেজে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘উপহারের জন্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।’

এদিকে বোনাস পেয়ে সেই টাকার একটি অংশ বন্যার্তদের অনুদান হিসেবে দেয় বাংলাদেশ দল। সেই প্রসঙ্গে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনও সবাই খুব স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনও অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ওইখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’