লঙ্কানদের বড় ব্যবধানে উড়িয়ে দিল বাংলাদেশ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী-এ দল। যেখানে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে দাপটের সঙ্গে হারানোর পর আজ দ্বিতীয় মাচেও বড় জয় তুলে নিয়েছে রাবেয়া খানের দল। আজ ১০৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে সফরকারীরা।

এদিন টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামেন টাইগ্রেসরা। দলীয় ৯ রানেই ওপেনার দিলারাকে হারিয়ে ধাক্কা খায় সফরকারীরা। তবে সাথি রানি ও সুবহানা মুস্তারির দুর্দান্ত পারফরম্যান্সের ভর করে রানের চাকা সচল রাখে বাংলাদেশ। ৮০ রানের জুটি গড়েন তারা।

বিজ্ঞাপন

নির্ধারিত ওভার শেষে ১৬৫ রানের সংগ্রহ পান জ্যোতি-রাবেয়ারা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ব্যাটিং করে স্বাগতিকরা। ১৭তম ওভারেই দলীয় মাত্র ৬০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এতে ১০৪ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। ১৫ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ ও ১৯ সেপ্টেম্বর হবে চতুর্থ এবং পঞ্চম ম্যাচ।