জুয়ার দায়ে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কারস। মোট ১৬ মাসের এই নিষেধাজ্ঞার মধ্যে প্রথম ৩ মাস পূর্ণ নিষিদ্ধ তিনি। অর্থাৎ ২০২৪ সালের ২৮ আগস্ট পর্যন্ত সকল ধরণের মাঠের খেলা থেকে বাইরে থাকতে হবে তাকে।

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্সের বিরুদ্ধে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ভিন্ন ভিন্ন ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি রাখার অভিযোগ আনা হয়েছে৷ তবে কার্স যে খেলাগুলোয় অংশ নিচ্ছিলেন সেগুলোতে বাজি রাখেননি।‘

বিজ্ঞাপন

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের অনুমোদিত বিবৃতিতে বলেছে, ‘কার্সকে ২৮ মে ২০২৪ থেকে ২৮ আগস্ট ২০২৪-এর মধ্যে যে কোনো ধরণের ক্রিকেট খেলা থেকে স্থগিত করা হলো। তবে শর্ত আছে যে, যদি সে পরবর্তী দুই বছরের মধ্যে দুর্নীতিবিরোধী নিয়মের বিপরীতে আর কোনো অপরাধ না করেন তাহলে আর শাস্তির মুখোমুখি হবেন না।‘

ইসিবি আরও বলেছে, ‘আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই এবং ক্রিকেটে কোনো ধরনের দুর্নীতিমূলক কর্মকান্ড প্রশ্রয় দিই না। আমরা ক্রিকেট নিয়ন্ত্রকের সিদ্ধান্তকে সমর্থন করি এবং ব্রাইডন কার্সের ক্ষেত্রে তার বিপক্ষের কারণগুলোকে সমর্থন করি। সে তার কর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেছে এবং আমরা আশা করি পরবর্তীতে সে তার দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেষ্ট হবে।‘

ডারহামের হয়ে ২০১৬ সালে কার্সের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। ২০২১ সালে তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে প্রথমবার ওডিআই ম্যাচে মাঠে নেমেছিলেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন৷ ক্যারিয়ারে মোট ১৪টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন ব্রাইডোন কার্স।