একশও করতে পারল না বাংলাদেশ 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের বিপক্ষে ২১৪ রান তাড়ায় স্রেফ ৯৫ রানেই থেমেছিল বাংলাদেশ নারী দল। পরে ব্যাটিংয়ের এই হতশ্রী পারফর্ম এড়াতেই এবার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে সেখানেও ব্যর্থ ব্যাটাররা। এবং আরও একবার একশ পেরোনোর আগেই অলআউট বাংলাদেশের মেয়েরা। 

৪৪ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ স্রেফ ৯৭ রান। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে কেবল ৯৮ রান চাই হিলি-পেরিদের। 

বিজ্ঞাপন

এদিন ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ৫২ রানে ৫ উইকেট হারানোর পর বাকি ৪৫ রান যোগ করতে আরও ৫ উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল। এদিকে শেষ দিকে এসে ২০ রানের গণ্ডি এদিনের একমাত্র ব্যাটার নাহিদার আক্তার করেন দলীয় সর্বোচ্চ ২২ রান। ১০ রানের নিচে ফিরছেন জ্যোতি-ফারাজানা ছাড়াও আরও ছয়জন। 

অস্ট্রেলিয়া নারী দলের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সোফি মলিনিয়া। 

সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৮ রানের বড় জয়ে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা। এতে আজকের ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে সাদা বলের এই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নরা।