সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ব্যাট করবে জ্যোতিরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে শুরুটা দাপুটে হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননই মারুফা-ফাহিমারা। পরে ব্যাটিংয়ে হতশ্রী পারফর্মে ১১৮ রানের বড় হার। এতে ১-০ তে পিছিয়ে যায় বাংলাদেশ নারী দল। অজিদের বিপক্ষে তাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে অর্থাৎ, আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়ে বাঁচা-মরার। সেই ম্যাচে আগে টসে জিতেছে বাংলাদেশ। সেখানে এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

আগের ম্যাচে বোলিংয়ে ৭৮ রানে অজিদের ৫ ব্যাটারকে সাজঘরে রাস্তা দেখিয়েছিলেন নাহিদা-সুলতানারা। তবে শেষে এসে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিংয়ের ব্যাটিং নৈপুণ্যে দুইশ ছাড়িয়ে ২১৩ রাএ পৌঁছায় অজিদের সংগ্রহ। সেই লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলেও মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয়ে শেষ ২৫ রানে ৮ উইকেট হারিয়ে স্রেফ ৯৫ রান তোলে জ্যোতিরা। 

বিজ্ঞাপন

মিরপুর হোম অব ক্রিকেটেও দ্বিতীয় ওয়ানডেতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। 

বাংলাদেশ নারী একাশদশ: 

ফারজানা হক, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।