ধনঞ্জয়া-কামিন্দুর জুটিতে চাপ সামলে এগোচ্ছে লঙ্কানরা 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৫৭ রানে ৫ উইকেট। সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ১৮৩ রানেও ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে অধিনায়ক ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিসের অবিচ্ছিন্ন ১২৬ রানের জুটিতে শুরুর ব্যাটিং ধস অনেকটাই সামলে নিয়েছে শ্রীলঙ্কা। দুজনেই তুলে নিয়েছেন নিজেদের ফিফটি। এতে সিলেট টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা নিজেদের দখলে রেখেই এগোচ্ছে সফরকারীরা। 

দ্বিতীয় সেশনে বেশ সাবলীলভাবেই ব্যাট করে চলছেন কামিন্দু ও ধনঞ্জয়া। তবে এদিনের শুরুতেই দেখা মেলে লঙ্কান ব্যাটারদের ছন্দপতনের। 

বিজ্ঞাপন

ইনিংসে দ্বিতীয় ওভারে মাদুশকা উইকেট হারানোর পর দলীয় ৪০ থেকে ৫৭, এই ১৭ রানের মধ্যেই সাজঘরে পাড়ি দিয়েছেন আরও চার ব্যাটার। এতে দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই অল-আউটের সম্ভাবনা জাগে লঙ্কান দলে। তবে সেখানে চাপ সামলে ম্যাচ নিজেদের দিকে আনলেন ধনঞ্জয়া ও কামিন্দু। তাদের ব্যাটিং দৃঢ়তায় চ্যালেঞ্জিং পুঁজির দিকেই এগোচ্ছে সফরকারী দলটি। 

ওয়ানডে মেজাজে এগোনো কামিন্দু ৭৯ বলে অপরাজিত আছেন ৬৮ রান। এদিকে অধিনায়ক ধনঞ্জয়া ব্যাট করছেন ৫৭ রানে।