মোহামেডান জিতলেও মাহমুদউল্লাহর রানখরা চলছেই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম দুই ম্যাচে জয়ের পর হোঁচট খেয়েছিল মোহামেডান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরে বসেছিল ৩ রানে। সে হার পেছনে ফেলে জয়ের ধারায় ফিরেছে সাদাকালোরা। চতুর্থ রাউন্ডের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে পারটেক্সকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান। অধিনায়ক মিজানুর রহমানের ৫১ এবং তানবির হায়দারের ৪১ রানের ইনিংস দুটিতে চড়ে ৪৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৭ রান পর্যন্ত পৌঁছে পারটেক্স।

বিজ্ঞাপন

মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান আবু হায়দার রনি। দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি এবং আরিফুল হক।

জবাব দিতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন এবং প্রান্তিক নওরোজ নাবিলের জোড়া ফিফটিতে ৪২.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। ৭০ রানে অপরাজিত থাকেন অঙ্কন, ৬০ রান আসে নাবিলের ব্যাটে।

পারটেক্সের আজমির আহমেদ ২০ রানে  ৩ উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে এই ম্যাচ দিয়ে চলতি ডিপিএলে প্রথম মাঠে নামেন মাহমুদউল্লাহ। তবে তার দল মোহামেডান জয় পেলেও ২ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার।

দিনের অপর ম্যাচে নারায়ণগঞ্জের খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী টায়ার্সের বিপক্ষে ৭৩ রানে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।