৭৫ বলেই ব্রাদার্সের খেল খতম করে দিল আবাহনী

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে উড়ন্ত শুরু পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। চতুর্থ রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ধসিয়ে দিতে মাত্র ১২.৩ ওভার ব্যাট করতে হয়েছে দলটিকে। আগে ব্যাট করা ব্রাদার্সকে ৭১ রানে গুটিয়ে দিয়ে সে রান ৭৫ বলেই তুলে ফেলে আকাশী-হলুদরা। ব্রাদার্সকে ৮ উইকেটে হারানোর মধ্য দিয়ে চলতি আসরে টানা চতুর্থ জয়ের দেখা পায় তারা।

আজ (বুধবার) নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। আবাহনীর স্পিনার তানভীর ইসলাম ৫ উইকেট নিয়ে অনেকটা একা হাতেই ধসিয়ে দিয়েছেন ব্রাদার্সের ব্যাটিং মেরুদণ্ড। স্রেফ ৭ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট।

বিজ্ঞাপন

তানভীরকে বল হাতে যোগ্য সঙ্গ দিয়েছেন আল ফাহাদ ও রাকিবুল হাসান, দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন তারা। ব্যাটারদের দুর্দশার দিনে ব্রাদার্সের পক্ষে দুই অঙ্কের ঘোর ছুঁতে পেরেছেন কেবল রহমতউল্লাহ আলি (৩৫)। এমন ব্যাটিং ব্যর্থতায় ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায় তারা।

৭২ রানের লক্ষ্য ১২.৩ ওভারেই টপকে যায় আবাহনী। অবশ্য এর মধ্যেই দুটি উইকেট হারাতে হয়েছে আবাহনীকে। ওপেনার সাব্বির হোসেন ২ রানে সাজঘরে ফেরার পর আরেক ওপেনার নাঈম শেখ ফিরেন ৩০ রানে। এরপর এনামুল হক বিজয়কে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন ধ্রুব। ব্রাদার্সের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নূর।