কনকাশন বদলি তামিমেই জয়ের স্বপ্ন বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিল্ডিংয়ে পাওয়া চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়েন সৌম্য সরকার। এতে চট্টগ্রামে সিরিজের নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে সৌম্যর কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন স্কোয়াডে থাকা তৃতীয় ওপেনার তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না এই বাঁহাতি ব্যাটার, এদিকে ওয়ানডে সিরিজে দলে থাকলেও মেলেনি প্রথম দুই ওয়ানডেতে সুযোগ। শেষমেশ সতীর্থের চোটে ব্যাটিংয়ের সুযোগ তামিমের এবং সেটি বেশ ভালোভাবেই কাজে লাগান তিনি। 

শুরুর চার ব্যাটার সাজঘরে ফিরলেও থিতু হয়ে দারুণ খেলে চলেছেন তামিম। ৮৪ রানে আছেন অপরাজিত। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য বাকি ২৫ ওভারে দরকার আরও ১১১ রান। হাতে আছে ৬ উইকেট। 

বিজ্ঞাপন

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জানিথ লিয়ানাগের সেঞ্চুরিতে ২৩৫ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ। তামিমের শুরুটা ছিল অনেকটা টি-টোয়েন্টি মেজাজের। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এনামুল হক বিজয়। দলীয় ৫০ রানের মাথায় ফেরেন লাহিরু কুমারার বলে। 

কুমারার পরের ওভারেই ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এদিন ফেরেন কেবল ১ রান করে। সেই চাপ সামলে নিয়ে তাওহীদ হৃদয়কে নিয়ে এগোন তামিম। তৃতীয় উইকেটের জুটিতে আসে ৪৯ রান। ২২ রান করে ফেরেন হৃদয়। এদিকে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ মাহমুদউল্লাহ। আগের ম্যাচে ০ রানে আউটের পর এ ম্যাচে ফিরলেন কেবল ১ রান করে।