সৌম্যর বদলে কনকাশন সাবে ওপেনিংয়ে তামিম 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টসে হের ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দলে বয়ে গেল চোটের মিছিল। লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে একে একে চোটের তালিকায় নাম লিখিয়েছেন এনামুল, মুস্তাফিজ, সৌম্য ও জাকের। তাদের মধ্যে মুস্তাফিজ ও জাকের মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে। এনামুল শেষ দিকে এসে সেরে উঠলেও বিপত্তি বাকি তিন নামে। যেখানে মুস্তাফিজ টেল এন্ডার ব্যাটার, জাকের আলী একাদশের বাইরে, এতে মুল বাঁধা সৌম্যকে নিয়ে। হাঁটুতে পাওয়া সেই চোট গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে পারেননি এই বাঁহাতি ওপেনার। তার পরিবর্তে কনকাশন সাবে ওপেনিংয়ে নেমছেন স্কোয়াডে থাকা তৃতীয় ওপেনার তানজিদ হোসেন তামিম। 

সৌম্য চোট পান মূলত ইনিংসের একদম শেষ দিকে ৪৮তম ওভারে। ফাইন লেগে ফিল্ডিংয়ের সময়ে বাউন্ডারি বাঁচানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য। সেই চোটেই শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে যান এই বাঁহাতি ব্যাটার। 

বিজ্ঞাপন

এদিকে লিয়ানাগের সেঞ্চুরিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় শ্রীলঙ্কা। সেটি তাড়ায় এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরুটা ভালো পেয়েছেন তামিম। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে ২৪ রান তুলেছে স্বাগতিকরা। এর মধ্যে ১৮ বলে ২০ রানি এসেছে তামিমের ব্যাট থেকে।