তাসকিনের পর জোড়া আঘাত মুস্তাফিজের 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেসাররা শুরু থেকেই চাপে রেখেছে লঙ্কান ব্যাটারদের। যার শুরুটা করেণ তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারের তোপে ১৫ রানেই সাজঘরে ফেরেন সফরকারীদের দুই ওপেনার। সেই চাপ সামলে উঠার ইঙ্গিত দিলেও দলীয় একশ পেরোনোর আগে সাজঘরে ফিরেছেন অধিনায়ক কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমাও। 

৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পিষ্ট দলকে রানে ফেরাতে ২২ গজে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন আসালাঙ্কা-লিয়ানাগে। তবে সেখানে এবার বাগড়া দিলেন মুস্তাফিজ। সাদিরাকে ফেরানোর পর ঠিক একইভাবে আসালাঙ্কাকেও ফেরান এই বাঁহাতি পেসার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে লঙ্কানরা। 

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাট করতে নেমে সুইং-ইনসুইংয়ে শুরু থেকেই ভুগছিলেন নিশাঙ্কা। শেষ পর্যন্ত তাতেই ধরাশায়ী এই ব্যাটার। দ্বিতীয় ওভারে তাসকিনের ভেতরের দিকে ঢোকানো একটা বলে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন এই লঙ্কান অপেনাররাকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিশাঙ্কা ফিরলেন কোনো রিভিউ না নিয়েই। তবে সেখানে রিভিউ নিলে সে যাত্রায় অবশ্য বেঁচে যেতেন তিনি। কেননা রিপ্লেতে দেখা মিলল বল মিস করছিল লেগ স্ট্যাম্প।

নিজের পরের ওভারে আবারও তাসকিনের আঘাত। এবার আরেক ওপেনার আভিশকা। এতে দলীয় ১৫ রানের মাথাতেই সাজঘরে পাড়ি জমান দুই ওপেনার। 

শুরুর সেই চাপ সামলে ওঠার আগেই ফের চাপে পড়ে সফরকারীরা। দলীয় ৪১ রানের মাথায় এবার সাদিরাকে (১৪) ফেরান মুস্তাফিজ। দুই ওয়ানডের পর একাদশে ফিরে নিজের প্রথম ওভারেই উইকেট নেন এই বাঁহাতি পেসার। 

তবে অপরপ্রান্তে এগোচ্ছিলেন ইনফর্ম ব্যাটার অধিনায়ক মেন্ডিস। আসালাঙ্কা নিয়ে রানের গতি সচল রেখে এগোনোর পথে এবারের বাঁধা রিশাদ। একদিনের ক্যারিয়ারে নিজের প্রথম বলেই তুলে নেন লঙ্কান অধিনায়ক মেন্ডিসের (২৯) গুরুত্বপূর্ণ উইকেট। পরে পঞ্চম উইকেটে আসালাঙ্কা-লিয়ানাগের ৪৩ রানের জুটি ভাঙেন মুস্তাফিজ।