‘ফাইনালে’ টস জয় শ্রীলঙ্কার, বোলিংয়ে বাংলাদেশ 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘টাইমড আউট ডার্বি’, ‘নাগিন ডার্বি’ কিংবা ‘লংকা-বাংলা ডার্বি’, ক্রিকেট বিশ্বের নতুন এই দ্বৈরথ বাংলাদেশ-শ্রীলঙ্কা আজ নামতে যাচ্ছে ফাইনালে, অলিখিত ফাইনালে। ঘরের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ স্বাগতিক বাংলাদেশ জিতলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। এতে সিরিজ আসে ১-১ সমতায়। আর তাতেই একদিনের ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে ‘অলিখিত ফাইনাল’। আগের দুই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই নামছে দুই দল। 

সেখানে সিরিজে টানা তৃতীয়বারের মতো টসে জিতেছে শ্রীলঙ্কা এবং আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। 

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। লিটন দাস, তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের বদলে সিরিজে প্রথমবারের মতো একাদশে এনামুল হক বিজয়, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। 

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।