আইপিএলে কবে যোগ দেবেন মুস্তাফিজ, জানাল চেন্নাই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলছে। একাদশে সুযোগ না পেলেও দলের সঙ্গে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই সিরিজ শেষ করেই আইপিএলের উদ্দেশে ভারতে যাবেন মুস্তাফিজ।

আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। কবে নাগাদ চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেবেন মুস্তাফিজ? এই প্রশ্নের উত্তর ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, ‘বেঙ্গালুরুর বিপক্ষে আমাদের প্রথম ম্যাচের দুই দিন আগে, ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবে মুস্তাফিজ। সে জানে কী করতে হবে এবং আমরা দেখব সে কেমন করে।’

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে চোটে পড়েছেন চেন্নাইয়ের লঙ্কান পেসার মাতিশা পাতিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই পেসার। তার মাঠে ফিরতে ৪-৫ সপ্তাহ লেগে যেতে পারে।

পাতিরানার চোটের বিষয়ে চেন্নাইয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তাকে (পাতিরানা) আমরা কবে পাব, সে বিষয়ে জানতে আমাদের শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যোগাযোগ করতে হবে। সে আমাদের মূল বোলারদের মধ্যে অন্যতম।’