ক্রাইস্টচার্চেও দাপট অজিদের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

কিউইদের মাঠে সফরের শুরু থেকেই স্বাগতিকদের নাস্তানাবুদ করে চলেছে অস্ট্রেলিয়া। শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানের জয়, পরে ওয়েলিংটন টেস্টে ১৭২ রানের বড় জয়। সেই ধারা ধরে রেখে টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই যেন ক্রাইস্টচার্চেও নেমেছে অজিরা। সেখানে প্রথম দিনের দ্বিতীয় দিনেই হ্যাজলউড-স্টার্ক পেসে স্রেফ ১৬২ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। 

বিজ্ঞাপন

বোলিংয়ে দারুণ পারফর্মের পর ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও তা অনেকটা সামলে নিয়েছে অজিরা। তিন টেস্ট পর ক্রাইস্টচার্চে রানে ফিরেছেন মারনাস লাবুশেন। এই টেস্ট শুরুর আগেই সমালোচনা হচ্ছিল লাবুশেনের ফর্ম নিয়ে। তবে হেড কোচ ছিলেন লাবুশেনের পক্ষেই, বলছিলেন তাকে নিয়ে নেই দুশ্চিন্তা। তারই যেন মান রাখল লাবুশেন। প্রথম দিন শেষে আছেন ৪৫ রানে অপরাজিত। এদিকে দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১২৪। এতে এখনো ৩৮ রানে পিছিয়ে আছে প্যাট কামিন্সের দল। 

এর আগে টসে হেরে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে অজি পেস তোপে স্রেফ ৪৫.২ ওভার টিকতে পেরেছে কিউইরা। সেখানে ১৬২ রান তুলেছে স্বাগতিকরা। সর্বোচ্চ ৩৮ রান এসেছে টম ল্যাথামের ব্যাট থেকে। নিজের শততম টেস্টের প্রথম ইনিংস ঠিক স্মরণীয় হলো না উইলিয়ামসনে। জশ হ্যাজলউডের লেগ বিফোরের ফাঁদে স্রেফ ১৭ রান করেছেন তিনি। 

এদিকে ওয়েলিংটনের পর বল হাতে ক্রাইস্টচার্চেও দারুণ ছন্দে ছিলেন হ্যাজলউড। তুলে নিয়েছেন ফাইফার। এছাড়া তিনটি উইকেট নেন আরেক পেসার মিচেল স্টার্ক। 

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৬২ (৪৫.২ ওভার) (ল্যাথাম ৩৮, হেনরি ২৯; হ্যাজলউড ৫/৩১, স্টার্ক ৩/৫৯)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২৪/৪ (৩৬ ওভার) (লাবুশেন ৪৫*, গ্রিন ২৫; হেনরি ৩/৩৯)