সিলেটে চাপ সামলে এগোচ্ছে লঙ্কানরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিপিএলে দেশীয়দের ছন্দে থাকার রেশ মিলল আন্তর্জাতিক ম্যাচেও। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে বোলিং-ফিল্ডিং দুইয়েই দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন শরিফুল-মাহমুদউল্লাহরা। 

এদিকে মিলেছে লঙ্কান ব্যাটারদের চার এড়িয়ে এগোনোর দৃঢ়তাও। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেটে ৭৯ রান তুলেছে সফরকারীরা। 

বিজ্ঞাপন

স্পন্সর নতুন, নয়ুন জার্সিও। তবে পুরনো শরিফুলের বোলিংয়ে সেই আগ্রাসী মনোভাব। ইনিংসের প্রথম বলটা এজড হয়ে বাউন্ডারি পেরোলেও পরের বলেই ওপেনার অভিশকা ফের্নান্দোকে ফেরালেন শরিফুল। নিজের পরের ওভারেই পেয়ে যাচ্ছিলেন দ্বিতীয় উইকেটটিও। তবে রিভিউয়ে বল আউট-সাউড দ্য পিচ হওয়ায় সে যাত্রায় বেঁচে যান কামিন্দু মেন্ডিস। 

তবে তাসকিন যেন বললেন, ‘ইউ মিস আই হিট!’। এতে পরের ওভারেই কামিন্দুকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিলেন তাসকিন। স্কোরবোর্ডে তখন ২ উইকেটে ৩৭ রান। খানিকটা চাপে পড়া সেই অবস্থা দেখে এখন অনেকটাই উঠে দাঁড়িয়েছে চারিত আসালাঙ্কার দল। ৩২ রানে অপরাজিত আছেন ওপেনার কুশল মেন্ডিস, অপরপ্রান্তে ২২ রানে ব্যাট করছেন সাদিরা সামারাবিক্রমা।