টেস্ট জিতল অজিরা, শীর্ষে পৌঁছাল ভারত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির পর টেস্টেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ নিউজিল্যান্ড। গত ২৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ওয়েলিংটন টেস্ট শেষ হয়েছে গতকাল, চার দিনেই। সেখানে দুই ইনিংসের কোনোটিতেই দুইশ পেরোতে পারেনি কিউইরা। এতে অজিদের কাছে ১৭২ রানের বিশাল ব্যবধানে হেরেছে টিম সাউদির দল।

ঘরের মাঠে চলমান এই ব্যর্থতায় সিরিজে পিছিয়ে যাওয়া ছাড়াও এক এক দুঃসংবাদ পেল কিউইরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে দলটি। সেখানে তাদের সরিয়ে শীর্ষে উঠেছে আগের দুই চক্রের রানার্স-আপ দল ভারত।

বিজ্ঞাপন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের অবস্থান নির্ধারণ হয় পয়েন্টের শতকরা হিসেব বিচারে। এতে ঘরের মাটিতে সিরিজের প্রথম টেস্ট হেরে শতকরা পয়েন্ট ৬০-এ নেমে এসেছে নিউজিল্যান্ডের। এতে তালিকায় তাদের বর্তমান অবস্থান দুইয়ে। এদিকে ঘরের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ড সিরিজ জেতা ভারতের শতকরা হিসেব ৬৪.৫৮।

এদিকে তিনে থাকা অস্ট্রেলিয়ার দশমিক ঘরের নম্বরে পিছিয়ে আছে কিউইদের। ওয়েলিংটন টেস্ট জিতে অজিদের শতকরা পয়েন্ট বেড়ে এখন ৫৯.০৯।

বাংলাদেশ ধরে রেখেছে চতুর্থ স্থান। যদিও এই চক্রে এখন পর্যন্ত কেবল ২টি টেস্ট খেলেছে শান্ত-মিরাজরা। সেখানে এক জয়ে পয়েন্ট এসেছে ১২ এবং শতকরা হিসেবে ৫০। শতকরা ৩৬.৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাকিস্তান।

এক নজরে দেখে নিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই মুহূর্তের পয়েন্ট তালিকায় কার অবস্থান কোথায়।

দল

ম্যাচ

জয়

হার

ড্র

পয়েন্ট কাটা

পয়েন্ট

পয়েন্টের শতাংশ

ভারত

-২

৬২

৬৪.৫৮

নিউজিল্যান্ড

৩৬

৬০.০০

অস্ট্রেলিয়া

১১

-১০

৭৮

৫৯.০৯

বাংলাদেশ

১২

৫০.০০

পাকিস্তান

-২

২২

৩৬.৬৬

ওয়েস্ট ইন্ডিজ

১৬

৩৩.৩৩

দক্ষিণ আফ্রিকা

১২

২৫.০০

ইংল্যান্ড

-১৯

২১

১৯.৪৪

শ্রীলঙ্কা